kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক ডেকেছেন ড. কামাল

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০১৯ ১৩:৪৬ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক ডেকেছেন ড. কামাল

ফাইল ফটো

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডেকেছেন ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আগামীকাল শুক্রবার বিকাল ৪ টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে জানা যায়নি।

সভার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে ওই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা