kalerkantho

মঙ্গলবার । ২৪ চৈত্র ১৪২৬। ৭ এপ্রিল ২০২০। ১২ শাবান ১৪৪১

‘খালেদাকে দেখলে মনে হয় না তিনি অসুস্থ’

কালের কণ্ঠ অনলাইন   

৯ মার্চ, ২০১৯ ১৭:২৩ | পড়া যাবে ১ মিনিটে‘খালেদাকে দেখলে মনে হয় না তিনি অসুস্থ’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলছি, আদালত প্রাঙ্গণে তাকে আনার পর তাকে সান গ্লাস পরা অবস্থায় দেখলে কারোই মনে হয় না তিনি অসুস্থ।’

শনিবার জাতীয় প্রেস ক্লাবের ঢাকা এডিটর কাউন্সিল আয়োজিত অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ আরো বলেন, ‘এটা তার নতুন রোগ না, এ রোগ নিয়েই তিনি আগেও রাজনীতি করেছেন। তিনি কারাগারে যে সুযোগ-সুবিধা পাচ্ছেন তা ভারতীয় উপমহাদেশে বিরল।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফইউজ’র সভাপতি মোল্লা জালাল, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য, সাবেক সভাপতি আব্দুল জলিল ভুঁইয়া, সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি মুস্তাফিজ রহমান।

মন্তব্যসাতদিনের সেরা