kalerkantho

মঙ্গলবার । ২৪ চৈত্র ১৪২৬। ৭ এপ্রিল ২০২০। ১২ শাবান ১৪৪১

সুলতান মনসুরের শপথ 'রাজনৈতিক ছলনা ও অঙ্গীকার ভঙ্গ' : রিজভী

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৯ ১৫:২০ | পড়া যাবে ১ মিনিটেসুলতান মনসুরের শপথ 'রাজনৈতিক ছলনা ও অঙ্গীকার ভঙ্গ' : রিজভী

ফাইল ফটো

দলের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে সুলতান মো. মনসুরের সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেওয়াকে রাজনৈতিক ছলনা ও অঙ্গীকার ভঙ্গ হিসেবে বর্ণনা করেছে বিএনপি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সুলতান মনসুর সম্পর্কে বলেছেন, যারা অঙ্গীকার ভাঙবে, তারা ‘গণশত্রুতে’ পরিণত হবে।

একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার -২ আসন থেকে জয়ী হন সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মনসুর।

বিএনপি ও ঐক্যফ্রন্ট ওই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে সংসদে না যাওয়ার ঘোষণা দিলেও তা না মেনে এমপি হিসেবে শপথ নিয়েছেন তিনি।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে তার দপ্তরে সুলতান মনসুরকে শপথবাক্য পাঠ করান।

মন্তব্যসাতদিনের সেরা