kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

দলীয় সিদ্ধান্ত অমান্য

আগামীকাল শপথ নিতে পারেন সুলতান মনসুর ও মোকাব্বির

কালের কণ্ঠ অনলাইন   

৬ মার্চ, ২০১৯ ১১:৫৬ | পড়া যাবে ১ মিনিটেআগামীকাল শপথ নিতে পারেন সুলতান মনসুর ও মোকাব্বির

ফাইল ফটো

আগামীকাল বৃহস্পতিবার শপথ নিতে পারেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্যপদে বিজয়ী সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির হোসেন। তাদের শপথের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে সংসদ সচিবালয়।

সুলতান মোহাম্মদ মনসুর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে গণফোরামের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন। আর মোকাব্বির হোসেন সিলেট-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন নিয়ে জয়ী হয়েছেন।

জানা গেছে, দলীয় সিদ্ধান্তের বাইরে এসে ধানের শীষ প্রতীকে নির্বাচিত অপর ৫ সদস্য শপথ না নিলেও একাদশ সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুলতান ও মোকাব্বির।

৭ মার্চ বেলা সাড়ে ১১টায় স্পিকারের কার্যালয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খানের শপথ অনুষ্ঠান হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পড়াবেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা