kalerkantho


জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি চলছে

কালের কণ্ঠ অনলাইন   

২২ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:২২জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি চলছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত গণশুনানি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ শুনানি শুরু হয়।  চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জানা গেছে, আজ সকাল ১০টায় কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে ঐক্যফ্রন্টের গণশুনানি শুরু হয়। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন। 

আরো জানা গেছে, সাত সদস্যের বিচারক প্যানেলের প্রধান হিসেবে মঞ্চে উপস্থিত রয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তার সঙ্গে রয়েছেন, ঢাবির সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদ, ড. নুরুল আমিন বেপারী, ড. মহসিন রশীদ, ড. আনিসুর রহমান খান, প্রফেসর দিলারা চৌধুরী ও ড. আসিফ নজরুল।

ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে,  প্রথম অধিবেশন দুপুর সাড়ে ১২টায় শেষ হবে। এর পর মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা ২টার দিকে। শেষ হবে ৪টার দিকে। সবশেষে জোটের নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হবে।মন্তব্য