kalerkantho

বিএনপি শোক পালন করবে শনিবার

কালের কণ্ঠ অনলাইন   

২১ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:৫০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপি শোক পালন করবে শনিবার

ছবি : মঞ্জুরুল ইসলাম

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের জন্য শনিবার শোক পালন করবে বিএনপি। নিহতদের রুহের মাগফেরাতের জন্য এদিন সারাদেশের মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের দুইদিনের কর্মসূচি ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় সারাদেশে বাদ জুমা মসজিদে দোয়া করা হবে।

পরদিন শনিবার নিহতদের স্মরণে শোক পালন করা হবে। এর অংশ হিসেবে ওইদিন দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ করতে বলা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা