kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক   

২৪ জানুয়ারি, ২০১৯ ০২:০৫ | পড়া যাবে ১ মিনিটেআরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

আরাফাত রহমান কোকো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে।

২০১৫ সালের ২৪ জানুয়ারি কোকো মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হাসপাতালে মারা যান। ২৮ জানুয়ারি তাঁর মরদেহ দেশে এনে ওই দিনই বনানী কবরস্থানে দাফন করা হয়।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আজ সকাল সাড়ে ৯টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা কোকোর কবর জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলে অংশ নেবেন তাঁরা।

এ ছাড়া চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে মিলাদ মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা