kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

ব্রাহ্মণবাড়িয়া-২ জিতে বিএনপি-ঐক্যফ্রন্টের মোট আসন এখন ৮

কালের কণ্ঠ অনলাইন   

১০ জানুয়ারি, ২০১৯ ১১:০৮ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়া-২ জিতে বিএনপি-ঐক্যফ্রন্টের মোট আসন এখন ৮

ছবি অনলাইন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই জয়ের ফলে একাদশ জাতীয় সংসদে ঐক্যফ্রন্ট ও বিএনপির মোট আসন সংখ্যা হলো ৮টি।

গতকাল বুধবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা এ ফল ঘোষণা করেন।

তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি-ঐক্যফ্রন্টের প্রার্থীদের কেউই সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।

৩০ ডিসেম্বর নির্বাচনে ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত সাত প্রার্থী জয়লাভ করেন। এবার জয়লাভ করায় তা ৮-এ দাঁড়াল।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ঘোষিত ফল থেকে জানা গেছে, ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মঈনউদ্দিন মঈন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট। অন্যদিকে মহাজোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ৩৯ হাজার ৪০৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা