kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশে ড. কামালের যোগদান অনিশ্চিত

কালের কণ্ঠ অনলাইন   

৯ নভেম্বর, ২০১৮ ১২:১৬ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশে ড. কামালের যোগদান অনিশ্চিত

ফাইল ফটো

আজ রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ। তবে এ সমাবেশে যাওয়া অনিশ্চিত হয়ে গেছে ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের।

আজ শুক্রবার দুপুর ২টায় রাজশাহী নগরের ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। ড. কামাল যোগ না দিলেও এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

শারীরিক অসুস্থতার কারণে তিনি যাচ্ছেন না বলে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু গণমাধ্যমকে জানিয়েছেন।

মোস্তফা মহসীন মন্টু গণমাধ্যমকে বলেন, ড. কামাল হোসেন আমাদের সঙ্গে ফ্লাইটে ওঠার কথা থাকলেও অসুস্থ থাকায় তিনি আজকের সমাবেশে যেতে পারছেন না।

মন্তব্যসাতদিনের সেরা