kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

রোকেয়া প্রাচীর নির্বাচনী প্রচার

ফেনী প্রতিনিধি    

২৩ অক্টোবর, ২০১৮ ১২:৫৮ | পড়া যাবে ৩ মিনিটেরোকেয়া প্রাচীর নির্বাচনী প্রচার

ফেনীর সোনাগাজীতে গতকাল বিশেষ এ গাড়িতে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচার শুরু করেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। ছবি : কালের কণ্ঠ

অভিনেত্রী, নির্মাতা ও মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী তাঁর নিজ এলাকায় নৌকার অভিনব প্রচারে নেমেছেন। সোমবার সকাল থেকে একটি গাড়িবহরে করে তিনি ফেনী-৩ আসনে (দাগনভূঁঞা-সোনাগাজী) নির্বাচনী প্রচার শুরু করেন।

সোনাগাজী জিরো পয়েন্টে থেকে ব্যতিক্রমী এ গাড়িবহর ও প্রচার দেখতে সড়কের পাশে হাজার হাজার মানুষ ভিড় করেন। এ সময় সোনাগাজী বাজারের ব্যবসায়ীদের মাঝে উন্নয়নের প্রচার তুলে ধরে গণসংযোগ করেন প্রাচী। বহরে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতা, মিডিয়া ও সাংস্কৃতিককর্মীরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে রোকেয়া প্রাচী বলেন, ‘২২ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী এ প্রচারে অংশ নেব। এর মধ্যেই সোনাগাজী ও দাগনভূঁঞা উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু কর্মসূচি থাকবে।’ তিনি আরো বলেন, ‘আমি সোনাগাজীর মেয়ে। এখানে নৌকার বিজয়ের জন্য কাজ করছি অনেক দিন ধরে। এবার এলাকাবাসীর জন্য বিশেষ প্রচারের ব্যবস্থা করছি। যা একেবারেই নতুন। আমার এ প্রচারে থাকছে দেশরত্ন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গল্প। যে উন্নয়ন জনগণ গত ১০ বছর দেখে আসছে। জনগণ প্রধানমন্ত্রীকে আবারও নৌকায় ভোট দিয়ে যেন উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ করে দেন-এজন্য আমার এ প্রচার।’

রোকেয়া প্রাচী জানান, নৌকার প্রচারণার পাশাপাশি দাগনভূঁঞা ও সোনাগাজী উপজেলায় বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। তবে এগুলোও নৌকার প্রচারের অংশ হয়ে থাকবে।

অভিনয় ও নির্মাণের পাশাপাশি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রোকেয়া প্রাচী। আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি ফেনী-৩ আসনের প্রার্থী হিসেবে দল থেকে মনোনয়ন চাইবেন বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে মুক্তিযুুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বড় হয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্ব করছি, নারী হিসেবে নারীদের প্রতিনিধিত্ব করছি, সংস্কৃতিকর্মী হিসেবে সংস্কৃতি অঙ্গনের মানুষদের প্রতিনিধিত্ব করছি। একই সঙ্গে শ্রমিক নেত্রী হিসেবে শ্রমিক ফেডারেশন ও তৃণমূলের শ্রমিকদের প্রতিনিধিত্ব করছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তবে অবশ্যই নির্বাচনে অংশ নেব।’

‘আর যদি সে সুযোগ নাও পাই তার পরও কাজ করবো। আওয়ামী লীগ থেকে প্রার্থী আমি বা যে কেউ হোক, সেটা বড় কথা নয়। প্রার্থী যেই হোক ভোট চাই নৌকায়। বিজয় হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাই নৌকার বিজয়ের লক্ষ্যে প্রচারণায় অংশ নিচ্ছি।’ যোগ করেন রোকেয়া প্রাচী। 

মন্তব্যসাতদিনের সেরা