kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

জাতীয় পার্টির মহাসমাবেশে এরশাদ

কালের কণ্ঠ অনলাইন   

২০ অক্টোবর, ২০১৮ ১২:২৪ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় পার্টির মহাসমাবেশে এরশাদ

ফাইল ফটো

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জাতীয় পার্টির মহাসমাবেশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ সভাস্থলে পৌঁছান।

সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের সমাবেশ শুরু হয়েছে সকাল পৌনে ১১টায়। সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে মঞ্চে এসেছেন জোটের নেতারা। মঞ্চে উপস্থিত রয়েছেন সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও কো-চেয়ারম্যান জিএম কাদের।

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দিন বাবলু, মুজিবুল হক চুন্নু, খেলাফত মজলিশের নায়েবে আমীর জোবায়ের আহমদ আনসারী প্রমুখ।

এদিকে সমাবেশ উপলক্ষে দেশের ৬৪ জেলা থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান এলাকা।

মন্তব্যসাতদিনের সেরা