kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির মিছিল

কালের কণ্ঠ অনলাইন   

৯ অক্টোবর, ২০১৮ ১৪:২৩ | পড়া যাবে ১ মিনিটেখালেদার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির মিছিল

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবার রাজধানীতে মিছিল করেছে বিএনপি। এই মিছিলের নেতৃত্ব দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগেও রিজভীর নেতৃত্বে কিছু নেতা-কর্মী নিয়ে এমন হঠাৎ মিছিল বের হয়েছিল। মিছিলটি আধা ঘণ্টার মতো স্থায়ী হয়।

জানা গেছে, আজ মঙ্গলবার সকাল পৌনে আটটায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মিছিল রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে পান্থপথ মোড়ে এসে শেষ হয়। এ সময় মিছিলকারীরা খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার দাবিতে স্লোগান দেন। এতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

মন্তব্যসাতদিনের সেরা