kalerkantho

তৃণমূল নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

কালের কণ্ঠ অনলাইন   

৩ আগস্ট, ২০১৮ ১১:১৯ | পড়া যাবে ১ মিনিটেতৃণমূল নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

বিএনপির তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক বসবেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। আজ শুক্রবার রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে। দুই দিনে মোট চারটি সেশনে এ বৈঠক হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে রংপুর এবং রাজশাহী বিভাগের সাথে এবং বিকেলে খুলনা ও বরিশাল। আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা এবং বিকেল ৩টা থেকে হবে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের নেতাদের বৈঠক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সংশ্নিষ্ট বিভাগের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকেরা উপস্থিত থাকবেন।

অন্যদিকে, তৃণমূল নেতাদের মধ্যে জেলা ও মহানগর কমিটির সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত থাকবেন।

মন্তব্যসাতদিনের সেরা