kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি

কালের কণ্ঠ অনলাইন   

১ জানুয়ারি, ২০১৮ ১৭:২১ | পড়া যাবে ১ মিনিটে৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি

দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। একই দিনে সারাদেশের মহানগরী, জেলা-উপজেলায় কালো পতাকা মিছিল দলটি করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির কথা জানান।

রিজভী জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শনিবার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, এখনো কোনো অনুমতি পাইনি। তবে আশা করছি বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে। 

মন্তব্যসাতদিনের সেরা