<p>দরুদ শরিফ কাকে বলে?</p> <p>প্রশ্ন : দরুদ শরিফ আসলে কী? নিজের ভাষায় কি দরুদ তৈরি করে পড়া যায়? দরুদের সংখ্যা কত?</p> <p>-বাদল চৌধুরী, নারায়ণগঞ্জ</p> <p>উত্তর : রাসুল (সা.)-এর জন্য বিশেষ বাক্যে আল্লাহ তাআলার বিশেষ রহমতপ্রাপ্তির দোয়া করাকে দরুদ শরিফ বলা হয়। বিপুলসংখ্যক দরুদ হাদিস শরিফে বর্ণিত হয়েছে। সেগুলো পাঠ করাই সর্বোত্তম ও সর্বাধিক সওয়াবের কাজ। তা সত্ত্বেও কেউ চাইলে নিজের ভাষায়ও এমন দরুদ তৈরি করে পড়তে পারে, যার মধ্যে শিরকি অথবা ইসলামবিরোধী কোনো শব্দ না থাকে। তবে বানিয়ে দরুদ পড়া অনুত্তম। (আহকামুল কোরআন, মুফতি শফী রহ. : ৩/৫০২)।</p> <p>সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।</p>