<p>দাম্পত্য জীবনের অবিচ্ছেদ্য অংশ স্ত্রীর সঙ্গে সহবাস। এর মাধ্যমে যেমন মানুষের জৈবিক চাহিদা মেটে, তেমনি সন্তন-সন্ততির মাধ্যমে বংশও বিস্তার করে। তাই স্বামী-স্ত্রীর শয্যাযাপনের সময় শয়তান পরিত্রাণ চাওয়া সুন্নত। হাদিস শরিফে একটি দোয়া বর্ণিত হয়েছে,</p> <p dir="rtl" style="text-align: center;"><strong>بِسْمِ اللهِ، اَللّٰهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا</strong></p> <p>উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাজাকতানা।</p> <p>অর্থ : আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ! আমাদের শয়তানের প্রভাব থেকে দূরে রাখুন এবং আমাদের যে সন্তান দান করবেন তাদের শয়তানের প্রভাব থেকে বাঁচিয়ে রাখুন। </p> <p>হাদিস : </p> <p dir="rtl" style="text-align: center;">عَنِ ابْنِ عَبَّاسٍ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَتَى أَهْلَهُ قَالَ <strong>بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ</strong> مَا رَزَقْتَنَا‏.‏ فَقُضِيَ بَيْنَهُمَا وَلَدٌ، لَمْ يَضُرَّهُ ‏"‏‏.‏</p> <p>অর্থ : আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, তোমাদের কেউ নিজ স্ত্রীর কাছে এসে এই পড়ে, অতঃপর তাদের সন্তান হয় তাহলে ওই সন্তানকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না। (বুখারি, হাদিস : ১৪১, মুসলিম, হাদিস : ১৪৩৪)</p>