<p>প্রশ্ন : খাঁচাবন্দি করে পাখি লালন-পালন করার বিধান কী?</p> <p>-তাওফিক এলাহী, রাজশাহী।</p> <p>উত্তর : খাঁচাবন্দি করে পাখি লালন-পালন করা জায়েজ আছে। তবে তা যত্ন সহকারে রাখতে হবে। যেন ক্ষুধা-পিপাসায় কষ্ট না পায়। (আবু দাউদ, হাদিস : ৪৯৬৯, ফাতহুল বারী : ১/৭১৫, রদ্দুল মুহতার : ৬/৪০১)</p> <p>সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা</p>