<p>প্রশ্ন : কয়েক দিন ধরে আমাদের এক প্রতিবেশী জাকাতের জন্য আমার সঙ্গে যোগাযোগ করছে। আমি জানি তিনি এই টাকা যৌতুকের কাজে ব্যয় করবেন। তাই তাকে জাকাত দিতে আমার সন্দেহ হচ্ছে। আমার প্রশ্ন হলো, কোনো গরিব লোককে জাকাত দেওয়ার পর সে তা মেয়ের বিয়েতে যৌতুকের কাজে ব্যবহার করলে জাকাত আদায় হবে কি না?</p> <p>—সাদিদ কায়সার, ঢাকা</p> <p>উত্তর : শরিয়ত কর্তৃক বর্ণিত জাকাত খাওয়ার উপযোগী গরিব-মিসকিনকে নিঃশর্ত জাকাতের মালিক বানিয়ে দেওয়া জাকাত আদায় হওয়ার পূর্বশর্ত।</p> <p>তবে দেওয়ার সময় জাকাতের নিয়ত থাকতে হবে। তাই জাকাত খাওয়ার উপযুক্ত কোনো গরিবকে জাকাতের টাকা দিয়ে মালিক বানিয়ে দিলে অতঃপর গ্রহীতা সে অর্থ যৌতুকের মধ্যে লাগালেও জাকাত আদায় হয়ে যাবে। উল্লেখ্য, প্রচলিত যৌতুক দেওয়া-নেওয়া শরিয়তের দৃষ্টিতে অবৈধ। এতে দাতা-গ্রহীতা উভয়েই গুনাহগার হয়। (হেদায়া : ২/৬৮, ফাতাওয়ায়ে দারুল উলুম : ৬/২৪৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৩৭৪)</p> <p>সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা</p>