<p>আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মুমিনের কর্তব্য। নিজের জন্য এবং মা-বাবার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করা উচিত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,</p> <p dir="rtl" style="text-align:center"><strong>رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ</strong></p> <p>অর্থ: হে আমার রব, যেদিন হিসাব অনুষ্ঠিত হবে ওইদিন আমাকে, আমার পিতামাতা ও সব মুমিনকে ক্ষমা করুন। (সুরা ইবরাহিম, আয়াত : ৪১)<br />  </p>