<p>মুমিনের সবচেয়ে মূল্যবান বিষয় হলো ঈমান। আর ঈমানের ওপর অবিচলতার জন্য সব সময় দোয়া করা কর্তব্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,</p> <p dir="rtl" style="text-align:center"><span style="font-size:20px"><strong>رَبَّنَا اتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا ۚ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ</strong></span></p> <p>উচ্চারণ : রব্বানা আতমিম লানা নুরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। </p> <p>অর্থ: হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য আলোকে পরিপূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি সর্ব বিষয়ে ক্ষমতাবান। (সুরা তাহরিম, আয়াত : ৮)<br />  </p>