<p>প্রশ্ন : আমাদের দেশে অনেক এলাকায় দেখা যায় তারা রমজানের শেষ দশকের ইতিকাফ না করে শুধু ২৭ তারিখে ইতিকাফ করে থাকে, এমনকি অনেক এলাকায় ২৭ তারিখের ইতিকাফই জরুরি মনে করে। প্রশ্ন হলো, রমজানের সুন্নত ইতিকাফ না করে শুধু ২৭-এর ইতিকাফকে জরুরি মনে করার বিধান কী? দলিলসহ জানালে কৃতজ্ঞ থাকব।</p> <p>-আব্দুল খালেক, কুমিল্লা</p> <p>উত্তর : রমজানের শেষ ১০ দিনের ইতিকাফ সুন্নতে মুয়াক্কাদায়ে কিফায়া। যাদের সম্ভব ১০ দিন ইতিকাফ করা বড় ফজিলতের কাজ। এতদসত্ত্বেও কেউ পূর্ণ ১০ দিনের ইতিকাফ করতে না পারলে নফলের নিয়তে জরুরি মনে না করে ২৭ তারিখ বা অন্য কোনো দিনে ইতিকাফ করলে তাতে কোনো সমস্যা নেই। অবশ্য শুধু ২৭ তারিখে ইতিকাফকে জরুরি মনে করার অবকাশ নেই। (হিন্দিয়া : ১/২১১, মারাকিল ফালাহ : ২৬৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৪৯২)</p> <p>সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা, ঢাকা<br />  </p>