<p>প্রশ্ন : মৃত ব্যক্তির পক্ষ থেকে কাজা রোজা ও কাফফারার ৬০টি রোজা রাখা যাবে কি না? দয়া করে জানালে উপকৃত হব।</p> <p>—মো. ইয়াকুব, মহেশখালী</p> <p>উত্তর : মৃত ব্যক্তির পক্ষ থেকে তার কাজাকৃত রোজার কাফফারা হিসেবে অন্য কারো রোজা রাখার বিধান নেই। তবে মৃত্যুকালে সে ব্যক্তি ফিদিয়া দেওয়ার অসিয়ত করে গেলে তার রেখে যাওয়া সম্পদের এক-তৃতীয়াংশ থেকে অসিয়ত পূর্ণ করা জরুরি। অসিয়ত না করলে ফিদিয়া দেওয়া জরুরি নয়। তবে সাবালক ওয়ারিশরা নিজ নিজ অংশ থেকে তা আদায় করলে আদায় হওয়ার আশা করা যায়। (আদ্দুররুল মুখতার : ২/৪২৪, আফকে মাসায়েল আওর উনকা হল : ৩/২৯৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৪৭০)</p> <p>সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা</p>