<p><strong>প্রশ্ন</strong> : কয়েকজন লোক মিলে একটি সমিতি করেছে। যেমন—শিক্ষক সমিতি, ড্রাইভার সমিতি, রিকশাচালক সমিতি ইত্যাদি। এই শর্তে যে ১০ বছরের আগে কেউ এখান থেকে টাকা তুলতে পারবে না। এখন এই সমিতির প্রত্যেক সদস্যের নিসাব পরিমাণ টাকা হয়ে গেছে।</p> <p>এই টাকার ওপর জাকাত ওয়াজিব হবে কি না? উল্লেখ্য, যদি জাকাত ওয়াজিব হয় তাহলে তার কাছে এমন টাকা নেই, যার দ্বারা ভরণ-পোষণের পর ওই মালের জাকাত আদায় করবে। আর ওই দিকে টাকাও উত্তোলন করতে পারছে না।</p> <p>—আহসান উল্লাহ, ঝিনাইদহ</p> <p><strong>উত্তর</strong> : সমিতির মধ্যে জমাকৃত টাকা নিসাব পরিমাণ হলে বছরান্তে জাকাত ওয়াজিব হতে থাকবে। সাধ্যানুযায়ী আদায় করার চেষ্টা চালিয়ে যাবে; অপারগতায় এই টাকা হস্তগত হওয়ার পর আগের সব বছরের জাকাত আদায় করতে হবে। (আদ্দুররুল মুখতার : ২/২৬৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/২৭৯)</p> <p>সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা</p>