<p>কাউকে ভালোবাসলে বিষয়টি তাকে জানানো মহানবী (সা.)-এর সুন্নত। মিকদাম বিন মাদি কারিব (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘তোমাদের কেউ অন্য ভাইকে ভালোবাসলে সে যেন তাকে জানায়।’ (তিরমিজি, হাদিস নং : ২৩৯২) </p> <p>অপর হাদিসে এসেছে, আলি বিন হুসাইন বিন আলি বিন আবু তালিব (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ অন্য ভাইকে ভালোবাসলে সে যেন এ বিষয়ে তাকে জানায়। কেননা তা সম্প্রীতির জন্য কল্যাণ বয়ে আনে এবং ভালোবাসা দীর্ঘস্থায়ী করে।’ (আজ জুহদ : ৬২/২; আল সিলসিলা আস সহিহাহ, হাদিস নং : ১১৯৯)</p>