<p style="text-align: justify;">জীবন মহান আল্লাহর দেওয়া অমূল্য উপহার, তবে এটি আল্লাহর পক্ষ থেকে মহাপরীক্ষাও বটে। কেননা প্রত্যেক মানুষকে তার জীবনের হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমলের চুলচেরা হিসাব-নিকাশ নেওয়া হবে। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) একদিন এই আয়াত তিলাওয়াত করলেন, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। তারপর তিনি বলেন, তোমরা কি জানো পৃথিবীর বৃত্তান্ত কী? সাহাবিরা বলেন, আল্লাহ ও তাঁর রাসুল ভালো জানেন! তিনি বলেন, এ বৃত্তান্ত হলো প্রত্যেক বান্দা নারী ও পুরুষ তার ওপর যে কাজ করবে তারই সে সাক্ষ্য দেবে। বলবে, অমুক দিন সে অমুক কাজ করেছে, তমুক কাজ করেছে। এ হলো পৃথিবীর বৃত্তান্ত বর্ণনা। (তিরমিজি, হাদিস : ৩৩৫৩)</p> <p style="text-align: justify;">কিয়ামতের দিন প্রত্যেক মানুষের আমলনামা তার সামনে এসে যাবে এবং সে তা স্বচক্ষে দেখতে পাবে। সে দুনিয়াতে যা যা করেছিল, তার পরিপূর্ণ হিসাব পুঙ্খানুপুঙ্খ দেখতে পাবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর (কিয়ামতের দিন) আমলনামা হাজির করা হবে, তখন তুমি অপরাধীদের ভীত দেখতে পাবে, তাতে যা লেখা রয়েছে তার কারণে। আর তারা বলবে, হায় ধ্বংস আমাদের! কী হলো এই কিতাবের, তা ছোট-বড় কিছুই ছাড়ে না, শুধু সংরক্ষণ করে এবং তারা যা করেছে, তা হাজির পাবে। আর তোমার রব কারো প্রতি জুলুম করেন না।’ (সুরা : কাহফ, আয়াত : ৪৯)</p> <p style="text-align: justify;">অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘সেদিন মানুষকে অবহিত করা হবে যে সে কী অগ্রে পাঠিয়েছে ও কী পশ্চাতে রেখে গেছে।’ (সুরা : কিয়ামাহ, আয়াত : ১৩)</p> <p style="text-align: justify;">সেদিনের সেই ভয়াবহ পরিস্থিতি দেখে অবিশ্বাসীরা আফসোস করবে, হায় যদি এই কঠিন দিন আমাদের সামনে না আসত, অথবা যদি আমরাও অন্যান্য প্রাণীর মতো মাটি হয়ে যেতাম, তাহলে তো আমাদের শাস্তির সম্মুখীন হতে হতো না। কোরআনে মহান আল্লাহ বলেন, সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং অবিশ্বাসীরা বলতে থাকবে, হায়! আমি যদি মাটি হতাম (তাহলে আমাকে আজকের এই আজাবের সম্মুখীন হতে হতো না)। (সুরা : নাবা, আয়াত : ৪০)</p> <p style="text-align: justify;">আবদুল্লাহ ইবনে আমর, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, কিয়ামতের দিন সমগ্র ভূপৃষ্ঠ এক সমতল ভূমি হয়ে যাবে। এতে মানব, জিন, গৃহপালিত জন্তু ও বন্য জন্তু সবাইকে একত্র করা হবে। জন্তুদের মধ্য কেউ দুনিয়ায় অন্য জন্তুর ওপর জুলুম করে থাকলে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে। এমনকি কোনো শিংবিশিষ্ট ছাগল কোনো শিংবিহীন ছাগলকে মেরে থাকলে সেদিন তার প্রতিশোধ নেওয়া হবে। এই কর্ম সমাপ্ত হলে সব জন্তুকে আদেশ করা হবে—মাটি হয়ে যাও। তখন সব মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখে কাফিররা আকাঙ্ক্ষা করবে—হায়! আমরাও যদি মাটি হয়ে যেতাম। এরূপ হলে আমরা হিসাব-নিকাশ ও জাহান্নামের আজাব থেকে বেঁচে যেতাম। (মুস্তাদরাকে হাকিম : ২/৩৪৫ ৪/৫৭৫; সিলসিলা সহিহা, হাদিস : ১৯৬৬)</p> <p style="text-align: justify;">তখন অবিশ্বাসীদের আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। কেউ তখন নিজের আমল শুধরানোর জন্য আবার দুনিয়াতে ফিরে আসারও সুযোগ পাবে না।</p> <p style="text-align: justify;">তাই সময় থাকতে আমাদের উচিত ঈমানকে মজবুত করা, ইসলামকে আঁকড়ে ধরা, স্বীয় কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করা। মহান আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহ দিনেও তাঁর রহমতের ছায়ায় আশ্রয় পাওয়ার সুযোগ করে দিন। আমিন।</p>