<p>আসন্ন পবিত্র রমজান মাসের চাঁদ দেখতে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। কেউ চাঁদ দেখলে তা নিকটস্থ আদালতকে জানাতে বলা হয়। গতকাল শনিবার (৯ মার্চ) সৌদি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। </p> <p>সূত্রে জানা যায়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ ১৪৪৫ হিজরির ২৯ শাবান। আজ রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের নতুন চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে রমজান মাস শুরু হবে। আর দেখা না গেলে মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে। </p> <p>সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ সন্ধ্যায় স্থানীয় মুসলিমদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। কেউ খালি চোখে বা দূরবীন দিয়ে রমজান মাসের চাঁদ দেখলে তাদের নিকটতম আদালতকে জানিয়ে তাদের সাক্ষ্য রেকর্ড করতে বলা হয়। কিংবা নিকটতম কোনো সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের সাক্ষ্য রেকর্ড করতে বলা হয়।</p> <p>সৌদি আরবে প্রতি আরবি মাসের শুরুতে চাঁদ দেখার দায়িত্ব পালরে একটি চাঁদ দেখা কমিটি রয়েছে। তবে মুসলিমদের কেউ চাঁদ দেখতে চাইলে তাদেরও চাঁদ দেখতে উত্সাহিত করা হয়। </p> <p>পবিত্র রমজান মাসজুড়ে সারাবিশ্বের মুসলিমরা রোজা পালন করেন। তাঁরা এ মাসের ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার ও পানীয় থেকে বিরত থাকেন এবং অনেক বেশি ভালো কাজ করতে উৎসাহিত হোন। </p> <p><strong><em>সূত্র : আরব নিউজ</em></strong></p>