<p>২০২৪ সালের বর্ষসেরা দুই মুসলিম ব্যক্তিত্বের নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন মালয়েশিয়ার মুসলিম দার্শনিক সাইয়েদ মোহাম্মদ নকিব আল-আত্তাস ও সোমালিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এডনা আদান ইসমাইল। বিশ্বের প্রভাবশালী পাঁচ শ মুসলিম ব্যক্তির তালিকায় তাঁদের নাম প্রকাশ করে জর্দানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার।</p> <p>২০২৪ সালের ম্যান অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তিত্ব সাইয়েদ মুহাম্মদ নকিব আল-আত্তাস একজন মুসলিম দার্শনিক। তাঁকে আধুনিক যুগে জ্ঞান-বিজ্ঞানের ইসলামীকরণের অগ্রনায়ক হিসেবে মনে করা হয়। আল-আত্তাস ১৯৩১ সালের ৫ সেপ্টেম্বর বর্তমান ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বেগোরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষদের মধ্যে অনেক বিখ্যাত ব্যক্তি ও সুফিসাধক ছিলেন। ঐতিহ্য অনুসারে নিজ এলাকায় ইসলামী শিক্ষা লাভ করেন।</p> <p>১৯৫৭ সালে তিনি মালয় বিশ্ববিদ্যালয়ে মালয় ভাষা নিয়ে পড়েন। এরপর কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ধর্মতত্ত্ব নিয়ে পড়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ের সোয়াস থেকে ইসলামী দর্শনে পিএইচডি ডিগ্রি করেন। আল-আত্তাস ইসলামী সভ্যতা ও সংস্কৃতির পাশাপাশি সুফিবাদ, সৃষ্টিতত্ত্ব, অধিবিদ্যা, দর্শন ও মালয় ভাষা ও সাহিত্যের ওপর ২৭টি গ্রন্থ লিখেছেন।</p> <p>এ বছরের ওম্যান অব দ্য ইয়ার বা বর্ষসেরা নারী হিসেবে সোমালিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এডনা আদান ইসমাইলের নাম ঘোষণা করা হয়। তিনি হারগেইসার এডনা আদান ম্যাটারনিটি হাসপাতালের পরিচালক ও প্রতিষ্ঠাতা। তাঁর স্বামী ছিলেন মোহাম্মদ হাজি ইবরাহিম এগাল, যিনি সোমালিল্যান্ড রাজ্যের প্রধানমন্ত্রী ও সোমালি প্রজাতন্ত্র সোমালিল্যান্ডের রাষ্ট্রপতি ছিলেন। ২০১৮ সালে তাঁকে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হয়। ২০২৩ সালে তিনি টেম্পলটন পুরস্কারে ভূষিত হন।</p> <p><em>সূত্র : দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড</em></p>