kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

রাসুল (সা.) ওয়ারিশ সূত্রে পেয়েছিলেন 'আল মাছুর'

কালের কণ্ঠ অনলাইন   

২০ নভেম্বর, ২০১৯ ১২:৩৬ | পড়া যাবে ১ মিনিটেরাসুল (সা.) ওয়ারিশ সূত্রে পেয়েছিলেন 'আল মাছুর'

বীরত্ব রাসুলুল্লাহ (সা.)-এর অন্যতম বৈশিষ্ট্য। জীবনে একাধিক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং সত্য ও সুন্দরের পক্ষে বারবার তাঁর বীরত্ব প্রকাশ পেয়েছে। তাঁর বীরত্বের অন্যতম নিদর্শন তাঁর ব্যবহৃত তরবারিগুলো সংরক্ষিত রয়েছে। তাঁর ব্যবহৃত ৯টি তরবারির মধ্যে একটি আল মাছুর। 

এটি রাসুল (সা.)-এর প্রথম তরবারি, যা তিনি ওয়ারিশ সূত্রে পেয়েছিলেন। তরবারির ওপর খোদাই করে লেখা ছিল আবদুল্লাহ ইবনে মুত্তালিব। এর দৈর্ঘ্য ছিল ৯৯ সেন্টিমিটার। ব্লেডের দৈর্ঘ্য ছিল ৮১ সেন্টিমিটার। আর হাতল ছিল ১৪ সেন্টিমিটারের। নান্দনিক এই তরবারির প্রস্থ ছিল ৪ সেন্টিমিটার, যা উপরিভাগে গিয়ে ৩.৫ সেন্টিমিটার হয়ে গেছে।

মুফতি মুহাম্মদ মর্তুজার লেখা থেকে

মন্তব্যসাতদিনের সেরা