kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

ইসলামবিরোধী সংগঠনকে ট্রাম্পের 'না'

কালের কণ্ঠ অনলাইন   

৮ অক্টোবর, ২০১৯ ০৯:১৯ | পড়া যাবে ২ মিনিটেইসলামবিরোধী সংগঠনকে ট্রাম্পের 'না'

দ্বিতীয় হোয়াইট হাউস খ্যাত প্রেসিডেন্ট ট্রাম্পের রিসোর্ট মার-এ-লাগোতে মুসলিমবিরোধী সংগঠনকে বার্ষিক সভা করতে দেওয়া হবে না বলে জানিয়েছে ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’। তারা বলছে, ফ্লোরিডায় অবস্থিত এই রিসোর্টে ইসলামবিরোধীদের কোনো অনুষ্ঠান হচ্ছে না।

এর আগে আমেরিকার কট্টর ডানপন্থী ও মুসলিমবিরোধী সংগঠন ‘অ্যাক্ট ফর আমেরিকা’ মার-এ-লাগোতে বার্ষিক সভা করার ঘোষণা দিয়েছিল। তারা বলেছিল, আগামী ৭ নভেম্বর প্রেসিডেন্টের রিসোর্টে আড়ম্বরপূর্ণ এক বার্ষিক অনুষ্ঠান করবে। কিন্তু ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে বিষয়টি প্রত্যাখ্যান করার পর সংগঠনটি তাদের ওয়েবসাইট থেকে ঘোষণাটি সরিয়ে ফেলে। গত রবিবার ট্রাম্প অর্গানাইজেশনের মুখপাত্র সিএনএন-কে বলেন, ‘এই অনুষ্ঠান অবশ্যই মার-এ-লাগোতে হচ্ছে না।’

ধারণা করা হয়, ‘অ্যাক্ট ফর আমেরিকা’ যুক্তরাষ্টের সবচেয়ে বড় ইসলামবিরোধী গ্রুপ। আমেরিকায় ইসলামবিরোধী অনেক ‘কর্মকাণ্ডে’র আয়োজক তারা। বিশেষত ২০১৭ সালে মুসলিম অভিবাসনবিরোধী আন্দোলনে তাদের জোরালো সমর্থন ও ভূমিকা রয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে তারা টিকিট বিক্রি শেষ করেছে। ১৫০০ ও ২৫০০ ডলার মূল্যের টিকিট বিক্রি করা হয়েছে।

কিন্তু সম্প্রতি ট্রাম্প অর্গানাইজেশন এ আয়োজনটি বাতিলের ঘোষণা দিয়েছে।

অন্যদিকে আয়োজনটি বাতিল করায় ‘কাউন্সিল ফর ইসলামিক রিলেশন’ (সিএআইআর) ট্রাম্প অর্গানাইজেশনকে ধন্যবাদ জানিয়েছে। সংগঠনের মুখপাত্র ইবরাহিম হুপার বলেন, ‘প্রকৃতপক্ষে এটি ছিল যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন এবং প্রেসিডেন্ট ও তাঁর ব্যবসার জন্য একটি বিদ্বেষী সংগঠনের খোঁড়া গর্ত।’

অ্যাক্ট ফর আমেরিকা সম্পর্কে মায়ামি হেরাল্ডে বলা হয়েছে, ‘সংগঠনটি নিজেদের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেশক দাবি করলেও তারা যুক্তরাষ্ট্রে বসবাসরত ৩৩ লাখ মুসলিমসহ সব মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্রতত্ত্ব প্রচার করে।’ সংগঠনের প্রতিষ্ঠাতা ব্রিজিট গ্যাব্রিয়াল ২০০৭ সালে বলেন, ‘ধার্মিক মুসলিমরা যুক্তরাষ্ট্রের আদর্শ নাগরিক হতে পারে না।’

সূত্র : ডেইলি সাবাহ

মন্তব্যসাতদিনের সেরা