kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

আপনি যা জানতে চেয়েছেন

সব বিষয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ, শরিয়ত কী বলে?

কালের কণ্ঠ অনলাইন   

২৯ আগস্ট, ২০১৯ ১১:৩৭ | পড়া যাবে ১ মিনিটেসব বিষয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ, শরিয়ত কী বলে?

প্রশ্ন : আমাদের সমাজে একটা ধারণা আছে যে কাপুরুষ টাইপের লোকেরাই স্ত্রীর কথায় উঠবোস করে। ইসলামী শরিয়তে কি পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিষয়ে স্ত্রীর মতামত নেওয়ায় নিরুৎসাহ করা হয়েছে? রাসুল (সা.) কি কখনো কোনো কাজে স্ত্রীর পরামর্শ নিয়েছিলেন? শরিয়তের দৃষ্টিতে স্ত্রীর পরামর্শ নেওয়া কি বৈধ?

—টুটুল খান, ঢাকা।

উত্তর : চাকরি, ব্যবসা ও অন্যান্য ব্যক্তিগত ব্যাপারে অনেক ক্ষেত্রেই সঙ্গিনীর মতামতের গুরুত্ব দেওয়া হয় না বা নিষ্প্রয়োজনীয় মনে করা হয়। এটি আদৌ উচিত নয়। রাসুলুল্লাহ (সা.) শুধু ঘরোয়া বিষয়ই নয়, বরং মুসলিম উম্মাহর অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রেও নিজের স্ত্রীদের থেকে মতামত নিতেন। ‘হুদায়বিয়ার সন্ধি’ নামক ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে নবীজি স্বীয় স্ত্রী উম্মে সালমা (রা.)-এর কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। পরবর্তী সময় যা অতি কার্যকর বলে বিবেচিত হয়। (বুখারি, হাদিস : ২৭৩১)

মন্তব্যসাতদিনের সেরা