kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

কাজের লোককে কোরবানির গোশত দেওয়া যাবে কি?

কালের কণ্ঠ অনলাইন   

১২ আগস্ট, ২০১৯ ১৫:২৪ | পড়া যাবে ১ মিনিটেকাজের লোককে কোরবানির গোশত দেওয়া যাবে কি?

কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নয়। গোশতও পারিশ্রমিক হিসেবে কাজের লোককে দেওয়া যাবে না। অবশ্য এ সময় ঘরের অন্যান্য সদস্যের মতো কাজের লোকদেরও গোশত খাওয়ানো যাবে। (আহকামুল কোরআন জাসসাস : ৩/২৩৭, বাদায়েউস সানায়ে : ৪/২২৪)

বিস্তারিত : কিভাবে কোরবানির পশু জবাই ও গোশত বণ্টন করবেন
 

মন্তব্যসাতদিনের সেরা