kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

আজই টনটনে যাচ্ছে বাংলাদেশ দল

কালের কণ্ঠ অনলাইন   

১২ জুন, ২০১৯ ১৫:৫২ | পড়া যাবে ২ মিনিটেআজই টনটনে যাচ্ছে বাংলাদেশ দল

ফাইল ছবি।

ব্রিস্টলে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে শ্রীলঙ্কার সঙ্গে। সেটা নিয়ে আফসোস ও হতাশার শেষ নেই। তবে আফসোস করে বসে থাকলে তো হবেনা, সামনের ম্যাচের জন্য নেমে পড়তে হবে যত দ্রুত সম্ভব। টাইগাররা তাই দৃষ্টি রাখছেন পরবর্তী ম্যাচে। টনটনে ১৭ জুন উইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। সেই মিশনে আজই ব্রিস্টল ছেড়ে টনটনের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল।

টাইগারদের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, আজ ১২ জুন বুধবার স্থানীয় সময় বেলা ১টায় ব্রিস্টল থেকে টনটনের পথে বাসযোগে যাত্রা করবে দল। এক থেকে সোয়া ঘন্টার বাস ভ্রমণ শেষে দুপুর আড়াইটার আগেই টনটনে পৌঁছে যাবে জাতীয় দল।

এদিকে আজ থাকছে না দলের প্র্যাকটিস সেশন। যেহেতু ভ্রমণে কেটে যাবে এক বেলা, তাছাড়া এক শহর থেকে অন্য শহরে যাওয়ার প্রস্তুতিও রয়েছে কিছু। তাই আজ বিশ্রামের সুযোগ পাচ্ছে দল। এমনকি আগামীকালও পুরো দলের ছুটি। তবে কেউ চাইলে আগামীকাল নিজ উদ্যোগে প্র্যাকটিস সেরে নিতে পারেন নিজের মতো করে। 

দু’দিন বিরতি দিয়ে আগামী পরশু ১৪ জুন টনটনের সামারসেট কাউন্টি ক্রিকেট মাঠের কমিউনিটি ক্লিনিকে অনুশীলন শুরু করবে টাইগাররা।

মন্তব্যসাতদিনের সেরা