kalerkantho

শনিবার । ১৮ জানুয়ারি ২০২০। ৪ মাঘ ১৪২৬। ২১ জমাদিউল আউয়াল ১৪৪১     

মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দলটাই বদলে যায় : অনিল কুম্বলে

কালের কণ্ঠ অনলাইন   

২১ মে, ২০১৯ ১৮:৩৮ | পড়া যাবে ২ মিনিটেমাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দলটাই বদলে যায় : অনিল কুম্বলে

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ কতটা শক্তি নিয়ে যাচ্ছে, তার অনেকটা প্রমাণ পাওয়া গেছে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে। বিরূপ কন্ডিশনের মাঝেও যেভাবে দাপটের সঙ্গে শিরোপা জিতেছে টাইগাররা, তাতে বিশ্বকাপের বাকী ৯ দলকে নতুন করে ভাবতে হচ্ছে। বিশ্বকাপের ৮দিন আগে সেই দলগুলোকে সতর্ক করলেন অনিল কুম্বলে। ভারতের সাবেক এই কিংবদন্তি স্পিনার স্পষ্ট করে বলেছেন, বিশ্বকাপে এই বাংলাদেশকে দুর্বল ভাবা হবে চরম ভুল। একইসঙ্গে তিনি অধিনায়ক মাশরাফির যোগ্য নেতৃত্বেরও প্রশংসা করেছেন।

সাবেক ভারত অধিনায়ক কুম্বলে বলেন, 'বাংলাদেশকে কখনই হালকাভাবে নেওয়া উচিত নয়। ওরা দুর্দান্ত একটা টিম। মাশরাফি বিন মুর্তজা একজন অসাধারণ অধিনায়ক। তার নেতৃত্বে বাংলাদেশ অন্যরকম একটা দল হয়ে উঠেছে। যেকোনো কিছু ঘটিয়ে দেওয়ার সামর্থ্য এই দলের আছে। মাশরাফি দলের বিষয়গুলো খুব ভালো বোঝে। সে ম্যাচের পরিস্থিতি বুঝে নিয়ে দ্রত সিদ্ধান্ত বদল করতে পারে। তার নেতৃত্বে মাঠে নেমে বাংলাদেশ দলটাই যেন বদলে যায়।'

নক-আউট পর্বে এতদিন ব্যর্থ ছিল বাংলাদেশ। ৬টি ফাইনালে হেরে ৭ নম্বর ফাইনালে গিয়ে সদ্যই ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে। অনিল কুম্বলে বিষয়টি জানেন। তারপরেও তিনি আশাবাদী। এই সমস্যা সমাধান করা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি, 'তারা গত বেশ কয়েকটি নক-আউট ম্যাচে হেরে গেছে। যে কোনো কারণেই হোক তারা জিততে পারেনি। তবে তাদের সামর্থ্য আছে। এই নক-আউট সমস্যার সমাধান করাই হবে টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ।'

মন্তব্যসাতদিনের সেরা