<p>নতুন ৩ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, শাজাহান খান, সাবেক এমপি আহমেদ হোসেন, আব্দুস সোবহান গোলাপসহ ৮ জনকে।</p> <p>সোমবার (১১ নভেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ওবায়দুল কাদেরের পিএস মতিন গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/11/1731325350-e5990d6727297dd7cd5062e46371f440.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ওবায়দুল কাদেরের পিএস মতিন গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/11/1445421" target="_blank"> </a></div> </div> <p>আসামিক্ষের আইনজীবী জানান, শুনানিতে এজলাসে দাঁড়িয়ে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের হাতে হাতকড়া না পরানোর আর্জি জানিয়েছেন সাবেক মন্ত্রী শাজাহান খান।</p> <p>তিনি বলেন, ‘বিচারকের অনুমতি নিয়ে শাজাহান খান বলেন আমার বাবা, দাদাসহ আমাদের পরিবারের ৬ জন মুক্তিযোদ্ধা। আমার বাবা তিনবারের এমপি ছিলেন। আমি আটবারের এমপি ছিলাম। মন্ত্রীর দায়িত্বও পালন করেছি। বঙ্গবন্ধু হত্যা মামলা ও মানবতাবিরোধী অপরাধীদেরও হাতকড়া পরানো হয়নি। আমাকে যাতে হাতকড়া পরতে না হয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রবাসীরা বিমানবন্দরে অতিথির সম্মান পাবেন: প্রধান উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/11/1731320938-448ec948fb469ec7b396904a3e794542.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রবাসীরা বিমানবন্দরে অতিথির সম্মান পাবেন : প্রধান উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/11/1445384" target="_blank"> </a></div> </div> <p>এ সময় বিরোধিতা করে রাষ্ট্র পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, ‘আমরা আগে দেখেছি, অনেক মন্ত্রী ও এমপিকে ডাণ্ডাবেড়ি পরিয়ে সিঁড়ি দিয়ে সাত ও আটতলায় উঠানো হয়েছে। উনারা ক্ষমতায় থাকতে এটা করেছেন।’</p> <p>যাত্রাবাড়ী থানার রফিকুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি আহমদ হোসেনকে, পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, রাশেদ খান মেনন, শাজাহান খান, সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রেজাউল করিম, কবির হোসেন মিঠুকে। এ ছাড়া মিরপুরের দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।</p> <p>এর আগে তারা প্রত্যেকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফায় রিমান্ডে ছিলেন।</p>