<p>শেখ মুজিবুর রহমানের নামে কটূক্তির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যশোরে রুজু হওয়া একটি মামলা প্রত্যাহার করা হয়েছে। মামলার বাদী যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম খয়রাত হোসেন নিজেই মামলাটি প্রত্যাহার করে নেন।</p> <p>বুধবার (১৬ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলার বাদির আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন বাদির আইনজীবী মাহাবুব হোসেন সরকার (লাল্টু)। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তারেক রহমান কবে দেশে ফিরবেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729054966-2ce5506c8118af226c95bdc74ad28ec5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তারেক রহমান কবে দেশে ফিরবেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/16/1435696" target="_blank"> </a></div> </div> <p>বাদি খয়রাত হোসেন মামলা প্রত্যাহারের আবেদনে উল্লেখ করেছেন, বর্তমানে তিনি শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। ফলে এ মামলা তিনি আর চালাতে ইচ্ছুক না। আদালতের বিচারক এ আবেদনের উপর শুনানি শেষে মামলাটি প্রত্যাহারের আদেশ দিয়েছেন।</p> <p>জানা যায়, নিজেকে বীর মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া খয়রাত হোসেন ২০১৪ সালের ২২ ডিসেম্বর আদালতে মামলাটি করেছিলেন। একই অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে ওই সময় আরো দুটি মামলা করেছিলেন চৌগাছার আওয়ামী লীগ নেতা শাহজাহান কবির এবং ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শাহজাহান আলী।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তারেক রহমানসহ বিএনপির রাজবন্দিদের মুক্তির দাবি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1729009067-4cdf551601d6c7f9abbd061ebd247d38.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তারেক রহমানসহ বিএনপির রাজবন্দিদের মুক্তির দাবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/15/1435478" target="_blank"> </a></div> </div> <p>খয়রাত হোসেন এজাহারে অভিযোগ করেছিলেন, তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদে জানতে পারেন, ১৫ ডিসেম্বর লন্ডনে বিএনপির এক সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বড় রাজাকার’ ও ‘পাকবন্ধু’ এবং আওয়ামী লীগকে ‘মোনাফেকের দল’ বলে মন্তব্য করে বক্তব্য দিয়েছেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তারেক রহমানের এ বক্তব্যে তার মানহানি হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728939171-848bac3c73797a6995a5c0a8e547a928.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/news/2024/10/15/1435268" target="_blank"> </a></div> </div> <p>আদালতের তৎকালীন বিচারক অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছিলেন যশোর কোতয়ালি থানার ওসিকে। প্রতিবেদন প্রাপ্তির পর তারেক রহমানের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন বিচারক। পরবর্তী ধার্য দিনে তারেক রহমানের অনুপস্থিতিতে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেওয়া হয়েছিল। মামলাটি এখন চার্জ গঠন শেষে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য আছে।</p>