<p>সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে এই অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শিগগিরই অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। দুদক সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছে।</p> <p>দুদক সূত্র জানায়, রেলপথ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। রাজবাড়ী-২ আসনের সাবেক এই সংসদ সদস্য দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বিদেশে পাচার করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। ২০২৪, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জিল্লুল হাকিম। চলতি বছরের শুরুতে তাকে রেলমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল।</p> <p>সূত্র আরো জানায়, সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অবৈধভাবে অর্জিত ওই অর্থ তিনি পরবর্তীতে বিভিন্নভাবে বিদেশে পাচার করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। তানভীর ইমাম আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদষ্টো প্রয়াত এইচ টি ইমামের ছেলে। একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনের নির্বাচিত এমপি হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি।</p> <p>সাবেক মন্ত্রী জিল্লুল ও সাবেক এমপি তানভীরের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। যার ভিত্তিতে তাদের বিরুদ্ধে কমিশন এই অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।</p>