<p>ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের দায়ে সাইবার ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে রংপুরের পীরগঞ্জের পরিতোষ সরকারকে।</p> <p>বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে এ তরুণের আপিল মঞ্জুর করে আজ বৃহস্পতিবার (৩০ মে) বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেনন।</p> <p>আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. গিয়াস উদ্দিন আহম্মেদ। আসামি পক্ষে ছিলেন মৌসুমী রহমান।<br />   <br /> ২০২১ সালের ১৭ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করার জেরে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দু জেলে পল্লিতে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় আগুনে ৩৯টি পরিবারের বসতঘর পুড়ে যায়। ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।</p> <p>এ ঘটনায় চারটি মামলা হয়। তিনটি মামলা ডিজিটাল নিরাপত্তা আইনের। অন্যটি হামলা, লুটপাটের অভিযোগের। ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলার আসামি পরিতোষ সরকার। এ মামলাটি করেছিলেন পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন।</p> <p>এ মামলার বিচার ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি রায়দেন রংপুরের সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ। আইনটির চারটি ধারায় এক বছর, দুই বছর, তিন বছর ও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় পরিতোষকে। সব সাজা একসঙ্গে চলার কথা রায়ে বলে দেওয়ায় মোট ১১ বছর কারাদণ্ডের মধ্যে তাকে সাজা খাটতে হত পাঁচ বছর। পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন পরিতোষ। সে আপিল মঞ্জুর করে খালাসের রায় দিলেন উচ্চ আদালত।</p>