kalerkantho

সোমবার । ৮ আগস্ট ২০২২ । ২৪ শ্রাবণ ১৪২৯ । ৯ মহররম ১৪৪৪

বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন: সভাপতি তানজীনা মহাসচিব মাকসুদা

আদালত প্রতিবেদক    

২৯ মার্চ, ২০১৯ ০৪:২৯ | পড়া যাবে ২ মিনিটেবাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন: সভাপতি তানজীনা মহাসচিব মাকসুদা

বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন ২০১৯ সালের কার্যকরি কমিটি গঠিত হয়েছে। এতে শ্রম আপিল ট্রাইব্যুনালের সদস্য (জ্যেষ্ঠ জেলা জজ) তানজীনা ইসমাইল সভাপতি ও ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাকসুদা পারভীন মহাসচিব নির্বাচিত হয়েছেন।

মহিলা জজ অ্যাসোসিয়েশনের সম্প্রতি অনুষ্ঠিত ২৯তম বার্ষিক সম্মেলনে মোট ৩৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।  

ওই কমিটিতে সহ সভাপতি হিসাবে সলিসিটর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জেসমিন আরা বেগম, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাবাসসুম ইসলাম, মুন্সীগঞ্জ জেলা ও দায়ার জজ হোসনে আরা বেগম, প্রশাসনিক আপীলেট ট্রাইব্যুনালের সদস্য রুনা নাহিদ আক্তার ও কুমিল্লার বিশেষ জজ জেসমিন আরা বেগম নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

 

এ ছাড়া যুগ্ম সচিব হিসাবে বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দা হফসা ঝুমা, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ডেপুটি ডাইরেক্টর আবেদা সুলতানা, সিনিয়র সহকারি সচিব ইসমত জাহান, কোষাধ্যক্ষ হিসাবে বিশেষ ম্যাজিস্ট্রেট শাম্মী হাসিনা পারভীন, সমাজকল্যাণ সম্পাদক জাটির সহকারি পরিচালক নাহিদ নিয়াজী, প্রচার ও দপ্তর সম্পাদক হিসাবে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহজাদী তাহমিদা, সাহিত্য সম্পাদক হিসাবে জ্যেষ্ঠ সহকারী জজ আফরিন আহমেদ হ্যাপী এবং সহ-সাহিত্য সম্পাদক হিসাবে মারুফা আহম্মেদ নির্বাচিত হয়েছেন।সাতদিনের সেরা