প্রতীকী ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে অস্ত্রসহ আটক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মুজিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ ওই আদেশ দেন। এর আগে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।
আদালতের নন প্রসিকিউশন শাখার কর্মকর্তা নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নন এফআইআর মামলায় তদন্ত কর্মকর্তা আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
বিজ্ঞাপন
আসামির জামিন চেয়ে আবেদন করা হয়। আদালতে শুনানি শেষে হাকিম ওই আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুক্রবার সন্ধ্যায় এভিয়েশন সিকিউরিটি ফোর্স সদস্যের তল্লাশিতে মজিবুরের সঙ্গে পিস্তল ও ৩২ রাউন্ড গুলি পাওয়া যায়। পূর্ব ঘোষণা ছাড়াই অস্ত্র ও গুলি নিয়ে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসায় তাকে আটক করা হয়। ওই সময় তিনি নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট দাবি করেন।