ছবি অনলাইন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০ সেশনের নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে দেখা যায়, সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সরকার সমর্থক সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। অন্যদিকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
গত বুধ ও বৃহস্পতিবার ভোটগ্রহণ করা হয়। গণনা শেষে শুক্রবার বেলা ১২টার দিকে সুপ্রিম কোর্ট বার ভবনের হল রুমে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব কমিটির আহ্বায়ক এ ওয়াই মশিউজ্জামান।
মাহবুব উদ্দিন খোকন সম্পাদক পদে ৭ম বারের মতো নির্বাচিত হলেন।
সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন নীল প্যানেলের আব্দুল বাতেন ও সাদা প্যানেলের মো. জসিম উদ্দিন।
নির্বাচনে কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন নীল প্যানেলের মো. ইমাম উদ্দিন।
সহ-সম্পাদক পদে জয়ী হয়েছেন সাদা প্যানেলের কাজী শামছুল হাসান শুভ এবং নীল প্যানেলের শরিফ ইউ আহমেদ।
মন্তব্য