kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

গ্যাটকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়া

কালের কণ্ঠ অনলাইন   

২৪ জানুয়ারি, ২০১৯ ১৪:১৩ | পড়া যাবে ২ মিনিটেগ্যাটকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়া

ফাইল ফটো

গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

আজ বৃহস্পতিবার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে নিয়ে আসা হয় খালেদা জিয়াকে।

এর আগে ১৬ জানুয়ারি গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের জন্য খালেদা জিয়াসহ সব আসামিকে আদালতে হাজির হওয়ার কথা ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে সেদিন আদালতে হাজির করা সম্ভব হয়নি। পায়ে ফোঁড়া ওঠায় তাকে আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় মামলাটি করেন। এতে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সাংসদ এমএএইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

মন্তব্যসাতদিনের সেরা