kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

চেম্বার আদালতে আটকে গেল টুকু ও দুলুর প্রার্থিতা

কালের কণ্ঠ অনলাইন   

১১ ডিসেম্বর, ২০১৮ ১৫:৫১ | পড়া যাবে ১ মিনিটেচেম্বার আদালতে আটকে গেল টুকু ও দুলুর প্রার্থিতা

ফৌজদারি মামলায় দণ্ডিত বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র জমা নেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।

আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন। আগামীকাল বুধবার পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য দিন ঠিক করে দিয়েছেন আদালত।

টুকু ও দুলুর বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে, তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, আজমালুল হোসেন কিউসি ও আমিনুল হক হেলাল।

এর আগে সকালে এই দুই প্রার্থীর মনোনয়ন গ্রহণে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে নির্বাচন কমিশন। দুপুরে চেম্বার আদালত শুনানি নিয়ে এ আদেশ দেন।

গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র জমা নিতে ইসিকে নির্দেশ দেন।

মন্তব্যসাতদিনের সেরা