kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর আবেদন হাইকোর্টে খারিজ

নিজস্ব প্রতিবেদক   

১৫ অক্টোবর, ২০১৮ ০১:১৬ | পড়া যাবে ১ মিনিটেবিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর আবেদন হাইকোর্টে খারিজ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের বিরুদ্ধে সাবেক উপমন্ত্রী ও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য (লালমনিরহাট-৩) আসাদুল হাবিব দুলুর করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এ রায় দেন। দুদকের নোটিশ কেন অবৈধ ঘোষনা করা হবে না তা জানতে চেয়ে জারি রকা রুল খারিজ করে রায় দেন আদালত। ফলে সাড়ে ১০ বছর আগে দেওয়া নোটিশের ভিত্তিতে দুলুর বিরুদ্ধে সম্পদের অনুসন্ধানে বাধা কাটল। দুলুর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহনেওয়াজ আকন্দ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহারিন ও একেএম আমিন উদ্দিন।

সম্পদ বিবরণী দাখিলের জন্য ২০০৮ সালের ২৮ জানুয়ারি দুলুকে নোটিশ দেয় দুদক। এ নোটিশ চ্যালেঞ্জ করে রিট আবেদন করলে ওইবছরের ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট নোটিশের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন ও রুল জারি করেন। এ রুলের ওপর শুনানি শেষে গতকাল তা খারিজ করা হলো।  

মন্তব্যসাতদিনের সেরা