kalerkantho

মান্নার পাসপোর্ট ফেরতের নির্দেশ

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৮ ১৪:৪৮ | পড়া যাবে ১ মিনিটেমান্নার পাসপোর্ট ফেরতের নির্দেশ

ফাইল ফটো

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার চিকিৎসার জন্য বিদেশ গমনের কারণে সাময়ীকভাবে পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে তিন মাসের জন্য তাকে পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে মান্নার আইনজীবী ড. শাহদীন মালিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আইনজীবী বলেন, মান্নার জামিনের আদেশেই পাসপোর্ট জমা দেওয়ার কথা ছিল। সে আদেশ অনুযায়ী তিনি পাসপোর্ট জমা দিয়েছেন। এর আগেও একবার বিদেশে চিকিৎসা করাতে তিন মাসের জন্য পাসপোর্ট নিয়েছিলেন মান্না।

এখন আবার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার কারণে পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন। তিন মাসের জন্য মান্নাকে পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মন্তব্যসাতদিনের সেরা