kalerkantho

রবিবার। ১৮ আগস্ট ২০১৯। ৩ ভাদ্র ১৪২৬। ১৬ জিলহজ ১৪৪০

অবকাশকালীন ছুটিতে যাচ্ছে দেশের নিম্ন আদালত সমূহ

কালের কণ্ঠ অনলাইন   

৩ ডিসেম্বর, ২০১৭ ১০:৪১ | পড়া যাবে ১ মিনিটেঅবকাশকালীন ছুটিতে যাচ্ছে দেশের নিম্ন আদালত সমূহ

এক মাসের অবকাশকালীন ছুটিতে যাচ্ছে দেশের নিম্ন আদালত সমূহ। এ সময় জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ সকল দেওয়ানি আদালতের কার্যক্রম বন্ধ থাকবে।তবে ম্যাজিস্ট্রেট আদালত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতগুলোর কার্যক্রম যথারীতি চলবে।

আজ রবিবার থেকে এ ছুটি শুরু হচ্ছে।

আদালত সূত্রে জানা গেছে, অবকাশকালীন সময়ে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা মহনগর দায়রা জজ আদালত বিশেষ মামলাগুলো নিষ্পত্তি করবেন।

আগামী ১ জানুয়ারি থেকে আবার যথারীতি সব আদালতের কার্যক্রম শুরু হবে।

মন্তব্যসাতদিনের সেরা