kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

নাফনদে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে জেলে গুলিবিদ্ধ

জাকারিয়া আলফাজ, টেকনাফ   

২৮ মার্চ, ২০১৯ ০২:৫৯ | পড়া যাবে ১ মিনিটেনাফনদে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে জেলে গুলিবিদ্ধ

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে নাফনদে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)র গুলিতে শফি আলম নামে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ শফি আলম উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার নাইক্ষংখালী এলাকার নুর আলমের ছেলে। গতকাল বুধবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার সংলগ্ন নাফনদে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জেলে বড় ভাই ফরিদ আলম বলেন, সকালে নাফনদের মৌলভী বাজার পয়েন্টে দিয়ে ছোট নৌকায় মাছ ধরতে যান তারা দুইজন। মাছ ধরার সময় হঠাৎ করে বিজিপির একটি দল বাংলাদেশ জলসীমায় ঢুকে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয় জেলে শফি আলম। 

এ সময় তাকে উদ্ধার করে নিয়ে এসে চিকিৎসার জন্য এনজিও পরিচালিত উখিয়া এমএসএফ হল্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে টেকনাফস্থ ২ ব্যাটলিয়ান বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, এ ঘটনার ব্যাপারে শুনেছি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্যসাতদিনের সেরা