kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

চট্টগ্রাম সিটি করপোরেশন

একুশে সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৪ গুণী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০১:৫৪ | পড়া যাবে ১ মিনিটেএকুশে সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৪ গুণী

১৪ গুণী ও বিশিষ্টজনকে একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার-২০১৯ দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, সমাজসেবক, চিকিৎসক, শিক্ষাবিদ, সংগীতশিল্পী, পেশাজীবী, সাংবাদিক, কবি ও লেখক রয়েছেন। 

তাঁরা হলেন ভাষা আন্দোলনে দবির আহমদ চৌধুরী (মরণোত্তর), চিকিত্সাবিজ্ঞানে ডা. এস এম কামাল উদ্দীন, মুক্তিযুদ্ধে মোহাম্মদ ইব্রাহীম (মরণোত্তর), স্বাধীনতা আন্দোলনে শহীদ আবদুর রব, ক্রীড়ায় কামাল উদ্দীন আহমেদ, শিক্ষায় প্রফেসর (প্রকৌশলী) আলী আশরাফ, সমাজসেবায় সাফিয়া গাজী রহমান, সংগঠক হিসেবে মহিউদ্দিন শাহ আলম নিপু, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), সাংবাদিকতায় মোস্তফা কামাল পাশা,  গবেষণায় ড. শিরীন আখতার, কথাসাহিত্যে দেবাশীষ ভট্টচার্য্য, শিশু সাহিত্যে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম (মানজুর মাহমুদ) ও কবিতায় খালেদ হামিদী।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে অমর একুশে বইমেলার আলোচনাসভার অনুষ্ঠানে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা পদক ও পুরস্কার প্রদান করবেন। 

মন্তব্যসাতদিনের সেরা