kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

আত্মসমর্পণের দিনেও ৪০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

ইজতেমাগামী বাসে উঠে বসেছিলেন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০২:১২ | পড়া যাবে ১ মিনিটেআত্মসমর্পণের দিনেও ৪০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

ছবি: কালের কণ্ঠ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে আত্মসমর্পণের দিনেও ইয়াবা কারবারিরা ছিল তৎপর। গতকাল শনিবার বিশ্ব ইজতেমার যাত্রীবেশে এক ইয়াবা কারবারি গ্যাস সিলিন্ডার ভর্তি করে ৪০ হাজার ইয়াবার চালান পাচারকালে ধরা পড়েছে। রাত ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের লিংক রোড বাসস্টেশনে র‍্যাবের অভিযানে তিনি ধরা পড়েন।

র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, টেকনাফ থেকে ইজতেমার যাত্রী নিয়ে ঢাকাগামী একটি বাস (হানিফ পরিবহন) থেকে গ্যাস সিলিন্ডারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। তাঁর নাম মৌলভী সরোয়ার কামাল (৩০)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের কম্বনিয়াপাড়ার বাসিন্দা। 

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারী জানান, টেকনাফে ইয়াবা কারবারিদের আত্মসমর্পণ অনুষ্ঠান উপলক্ষে রাস্তায় তেমন তল্লাশি হবে না মনে করেই তিনি ইয়াবার চালানটি নিয়ে যাচ্ছিলেন। 

মন্তব্যসাতদিনের সেরা