kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

চট্টগ্রামে আগুনে দোকান ও বস্তিঘর পুড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২১ অক্টোবর, ২০১৮ ০৩:১৮ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে আগুনে দোকান ও বস্তিঘর পুড়ে গেছে

চট্টগ্রাম মহানগরীর রসুলবাগ এলকায় গতকাল শনিবার রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বস্তিঘর ও দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ ঘটনায় কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি তারা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তারা আরো জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হলেও কী কারণে এর সূত্রপাত তা এখনো জানা যায়নি। 

মন্তব্যসাতদিনের সেরা