kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১         

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

সাংবাদিক অশোক চৌধুরীর বাবা আর নেই

কালের কণ্ঠ অনলাইন   

১৯ অক্টোবর, ২০১৮ ১১:৩০ | পড়া যাবে ১ মিনিটেসাংবাদিক অশোক চৌধুরীর বাবা আর নেই

ছবি অনলাইন

বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান অশোক চৌধুরীর বাবা সুধীর কুমার চৌধুরী আর নেই। শুক্রবার ভোরে নগরের পাঁচলাইশের বাসায় ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রামের গোলপাহাড় কালীমন্দির পরিচালনা পর্ষদের সদস্য  সুধীর কুমার দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

কর্মজীবনে তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন শিপিং কোম্পানিতে কাজ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।

সুধীর কুমার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের পটিয়ার কচুয়াই ইউনিয়নে সুধীর কুমার চৌধুরীর শেষকৃত্য হবে।

মন্তব্যসাতদিনের সেরা